দেশজুড়ে

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ

  প্রতিনিধি ৪ মে ২০২৪ , ৭:৪৪:৪৯ প্রিন্ট সংস্করণ

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় গহিন বনে আগুন লেগেছে। শনিবার (০৪ মে) বিকাল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন রক্ষীরা। ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে মোড়লগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। কীভাবে আগুন লেগেছে এবং কত একর বনে আগুন ছড়িয়ে পড়েছে তা বিস্তারিতভাবে জানাতে পারেনি বন বিভাগ।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল কবির তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকাল তিনটার দিকে চাপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিস এলাকার লতিফের ছিলার বনে আগুন লাগার খবর পেয়ে বন রক্ষীরা প্রাথমিকভাবে আগুন নিভানোর কাজ শুরু করেছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে। সুন্দরবনের গহিন অরণ্যে কীভাবে আগুন লেগেছে বা কত একর বনে আগুন লেগেছে সে বিষয়টি এই বন কর্মকর্তা নিশ্চিত করে জানাতে পারেননি।

Powered by