রাজশাহী

সোনাতলায় হত্যার হুমকি ও আর্থিক ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ৫:৩৫:৪৬ প্রিন্ট সংস্করণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :

 

মারধর, ডিশ ব্যবসার যন্ত্রপাতি নষ্ট করে আর্থিক ক্ষতি ও হত্যার হুমকির প্রতিবাদে শুক্রবার সকালে সোনাতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর বয়ড়া গ্রামের মো. আমানত আলী মন্ডলের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ ইসলাম রঙিন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি গত ২০১৫ সালের ২৯ ডিসেম্বর হতে ডালাস ক্যাবল টিভি নেটওয়ার্কের সাথে চুক্তিবদ্ধ হয়ে ডিস ব্যবসা পরিচালনা করে আসছি। আমার ডিস ব্যবসা দখলের উদ্দেশ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পার লোকজন তার স্বামী নজমুল মাহমুদ তুহিনের নির্দেশে গত ৩০-১১-২০ তারিখে আমার ডিস ব্যবসার উপর হামলা করে ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এর কয়েকদিন পরে গত ২৫-০১-২১ তারিখে বাড়ি ফেরার পথে নজমুল মাহমুদ তুহিন লাঠি দিয়ে আমার হাতে আঘাত করে ও প্রাণহানির হুমকি প্রদান করে। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে সোনাতলা থানার অফিসার ইনচার্জকে অবগত করি। এরপরেও গত ২৬-০১-২১ তারিখ বিকেল ৫টার দিকে উত্তর বয়ড়া গ্রামের মমতাজুর রহমানের ছেলে নুহের মাহমুদ তমাল, নোমান মাহমুদ তারেক, রিছাদ মিয়া, নজমুল মাহমুদের ছেলে তানবিন মিয়া ও গাবতলির উজগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে আরেফিন ডলার ও আসিফ মিয়াসহ বেশ কয়েকজন গ্রামের লোকজনের সামনে আমার ডিসের ব্যবসার তার ও যন্ত্রাংশ ক্ষতিসাধন করে, যাতে আনুমানিক ক্ষতি হয় ৪০ হাজার টাকার। এখনো তারা আমাকে হুমকি প্রদান করে চলেছে। এমন অবস্থায় আমি স্বাভাবিকভাবে ব্যবসা করতে পাচ্ছিনা।’ তিনি এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ও সহ-সভাপতি শওকত হোসাইন নয়ন।

আরও খবর

Sponsered content

Powered by