দেশজুড়ে

স্বাভাবিক হচ্ছে ময়মনসিংহের জীবনযাত্রা, গ্রেফতার ১৪৫

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৪ , ৭:১১:৩২ প্রিন্ট সংস্করণ

স্বাভাবিক হচ্ছে ময়মনসিংহের জীবনযাত্রা, গ্রেফতার ১৪৫

বৃহস্পতিবার ১০ ঘণ্টা কারফিউ শিথিল থাকার পর থেকে স্বাভাবিক হয়ে আসছে ময়মনসিংহের মানুষের জীবনযাত্রা। পুলিশ গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনসহ নাশকতার ৭ মামলায় এ পর্যন্ত বিএনপি ও জামায়াত নেতাসহ ১৪৫ জনকে গ্রেফতার করেছে।

এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

এদিকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় যানবাহন চলাচল শুরু হয়েছে পুরোদমে। জেলার সঙ্গে বিভিন্ন জেলা ও উপজেলায় দূরপাল্লার যানবাহন চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, অফিস-আদালত, ব্যাংক-বিমা খোলা থাকায় মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। নগরীর মেছুয়া বাজারসহ অন্যান্য কাঁচাবাজারগুলোতেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

ব্যাংকগুলোতে লেনদেন হওয়ার কারণে মানুষ নগদ টাকা তুলতে পেরে সংকট অনেকটাই কেটে গেছে। তবে কারফিউ শিথিল থাকার পরও নগরীর মোড়ে মোড়ে বিজিবি, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল।

আরও খবর

Sponsered content