রংপুর

চিরিরবন্দরে ক্যানেলে বাঁশের ১১টি বাঁধ ভেঙে দিলেন ইউএনও

  প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ৮:২৪:০০ প্রিন্ট সংস্করণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে বৃষ্টির পানি নিষ্কাসিত হওয়া ক্যানেলে কৃত্রিমভাবে বাঁশের বাঁধ (হোকোশ) ভেঙে দিলেন ইউএনও আয়েশা সিদ্দীকা। জানা যায়, পানি আটকে রাখার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর পরেই মঙ্গলবার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে তিনি সাইতাড়া ইউনিয়নের খোচনাগ্রামের বানপাড়ার সব চেয়ে বড় বাঁশের বাঁধটি (হোকোশ) ভেঙে দেয়। এর পাশাপাশি সেই বাঁধের সামনে ও পেছনে ছোট বড় ১১টি বাঁশের বাঁধ তিন দিনের মধ্যে তুলে দেওয়ার জন্য সাইতাড়া ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন শাহ্ কে নির্দেশ দেন। এর আগে বড় বাঁশের বাঁধের মালিক গোলাপ হোসেন (৩২) কে এরকম কাজ যাতে আর না হয় সেজন্য তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্ ও বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজসেবক সন্তোষ কুমার রায়। জানা গেছে, কৃত্রিম বাঁশের বাঁধের ফলে চিরিরবন্দর ও খানসামা উপজেলার প্রায় দুই হাজার হেক্টর আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে। গত ৫/৭ বছর ধরে এ কৃত্রিম বাঁধ নির্মাণের ফলে অল্প বৃষ্টিতেই আবাদি জমি প্লাবিত হওয়ায় দু’উপজেলার প্রায় ১২-১৪ হাজার কৃষক বছরে এক বার শুধু বোরো ধান চাষ করে। ফলে জমি থাকা সত্বেও অনেকে আমন ধান আবাদ করতে না পেরে কষ্টে জীবন যাপন করছে।

আরও খবর

Sponsered content

Powered by