রাজশাহী

স্বাস্থ্যবিধি মানাতে মাঠে জয়পুরহাট পৌর মেয়র

  প্রতিনিধি ৭ জুন ২০২১ , ৮:৫৩:৪২ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাটে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই অবস্থায় ঝুঁকি নিয়েই পৌর শহরে করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। সোমবার দুপুরে শহরের জিরো পয়েন্টে বাস, অটোরিকশা, মোটরসাইকেলে সাধারণ মানুষের মধ্যে যারা স্বাস্থ্যবিধি অমান্য করছেন ও মাস্ক ব্যবহার করছেন না তাদের বুঝিয়ে সচেতন করছেন তিনি।

জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, সীমান্ত ঘেঁষা জেলা হিসেবে এমনিতেই ঝুঁকির মধ্যে আছি আমরা। পৌর এলাকায় প্রতিদিন কোনা রোগির সংখ্যা বাড়ছে। মাস্ক না পরে কেউ শহরে যাতে না আসে। স্বাস্থ্যবিধি না মেনে পরিবহন থেকে শুরু করে বিপণিবিতানগুলোতে না আসেন। মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছি।

আসুন আমরা সবাই নিজেরাই সচেতন হই। এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মতিউর রহমান বাবু, মামুনুর রশীদ মামুন, সেলিমুর রহমান বাবুল, শাহেদুল আহসান সোহেল, নুরে আলম সিদ্দিক, হায়দার আলী পলাশ, ওলিউজ্জামান, জাকির হোসেন, সংক্ষরিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ঝর্না, পাপিয়া, মুনুুজান বেগম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by