Uncategorized

আড়াইহাজারে ফেসবুক স্ট্যাস্টাস নিয়ে মধ্যে সংঘর্ষ আহত ২৫

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ৮:০৫:৪০ প্রিন্ট সংস্করণ

আড়াইহাজারে ফেসবুক স্ট্যাস্টাস নিয়ে মধ্যে সংঘর্ষ আহত ২৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ এক গৃহবধূর নামে মানহানিকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে রোববার দুইগ্রæপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা ৯টা থেকে ১০টা পর্যন্ত চলা সংঘর্ষের সময়ে পরম্পরের ছোঁড়া ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অনেকেই স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে চিকিৎসা গ্রহণ করছেন। আহতরা হলেন- আইনউদ্দিন, ফাহিম, হারুন, মসিউর, নাহিদ, আলমাস, ইয়ানুছ, মতিন,শাহিন, ফাহিম, মঞ্জুর, আবেদ আলী, নবী হোসেন, শহিদউল্যাহ, আনার, শরীফ, বাবুল, শহিদ উল্যাহ, শাজাহান, দুলাল, লোকমান, দুদু, সজিব, তারা মিয়া ও আবুল হোসেন। এ সময় একপক্ষ অন্যপক্ষের অন্তত ১০ থেকে ১২টি বসতবাড়ি ও একটি মুদিদোকান ভাংচুর করা সহ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ আবুল হোসেন ও নাঈমকে ঢাকায় পাঠানো হয়েছে। আঁচার বিক্রেতা আলমান নামে একবৃদ্ধাকে রাস্তায় একাপেয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ঘটনার পর থেকে ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকরাইল মোড়া এলাকায় ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য লোকমান ও একই ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সাধারণ সদস্য প্রার্থী জোলহাসের গ্রæপের মধ্যে এই ঘটনা ঘটে। আহত আইনউদ্দিনের ভাতিজা সুমন নামে এক যুবক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ঘটনার দুই দিন আগে এক গৃহবধূর নামে রাজন নামে এক যুবক মানহারিকর স্টাটাস দেয়। পরে এনিয়ে প্রতিবাদ করা হয়। এরই জেরে ওই গৃহবধূর ছোট ছেলে রাস্তায় একা পেয়ে মারধর করে। রোববার সকাল ৯টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জোলহাসের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লোকমান মেম্বারের লোকজনের বাড়িতে হামলা চালায়। এ সময় ১০ থেকে ১২টি বসত ঘর ভাংচুর করা হয় এবং একটি মুদিদোকান লুটপাট করা হয়। অপরদিকে জোলহাস অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের লোকজনের বাড়িতে লোকমান মেম্বারের লোকজন দলবল নিয়ে হামলা চালায়। আমরা কারোর বাড়িতে হামলা বা ভাংচুর করেনি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা হয়।

আরও খবর

Sponsered content