দেশজুড়ে

অফিস সহকারী জয়নাল আবেদীনের বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৪ , ৭:১৭:৩০ প্রিন্ট সংস্করণ

অফিস সহকারী জয়নাল আবেদীনের বিদায় সংবর্ধনা

আড়িয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে আড়িঅল উচ্চ বিদ্যালয় এর হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রধান বক্তার ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির ও ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসয়াক সরকার, বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃনাল চৌধুরী লিটন ও ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী নুরুল আমিন সংবর্ধনায় বক্তব্য রাখেন, বিদায়ী অফিস সহকারী জয়নাল আবেদীন ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, সাবেক মেম্বার মোহাম্মদ সেলিম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিষ্ণুপদ বনিক, সিনিয়র শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, প্রাক্তন ছাত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস সরকার, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ।

বক্তারা অফিস সহকারী জয়নাল আবেদীন প্রতিষ্ঠা কালীন সময় থেকে আজ পর্যন্ত তিনি প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন বলে সকলেই তার প্রশংসা করেন। সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন কামনা করেন।