দেশজুড়ে

ব্র্যাকের ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিদর্শনে ইউএনও

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২২ , ৩:৫০:১৮ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে গোলকপুর এলাকায় ব্র্যাকের নিয়মিত সবাস্থ্যসেবা ক্যাম্প আকষ্মিকভাবে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। মঙ্গলবার সকালে পরিদর্শনকালে দেখা যায় আশেপাশের গ্রাম থেকে লোকজন প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা, ডায়াবেটিস, ব্লাড প্রেশার পরীক্ষা করার জন্য ক্যাম্পে হাজির হয়েছেন।

সূত্রে জানা যায়, প্রতি মাসেই তারা প্রত্যন্ত এলাকায় ২০-২২ টি স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনপদের প্রান্তিক পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে।

ইউএনও হাসান মারুফ জানান, সরকারি সেবার পাশাপাশি এনজিওসমূহ নানান সেবা দিয়ে থাকে। ব্র্যাকের এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের কার্যক্রম সন্তোষজনক। এ উপজেলায় কাজ করছে এমন এনজিও সমূহকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে। এ কারনেই আমাদের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by