রংপুর

প গড়ে শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদানের চেক বিতরণ

  প্রতিনিধি ৪ জুলাই ২০২০ , ৮:১৩:৫৩ প্রিন্ট সংস্করণ

DCIM CAMERA

প গড় প্রতিনিধি: করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ১২ লক্ষ ৬৭ হাজার টাকা ২১৯ জন শিক্ষক ও ৬৯ জন কর্মচারির মাঝে বিতরণ করা হয়েছে । শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প গড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান তার ঐচ্ছিক তহবিল থেকে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়া লেখার খরচ হিসেবে ৩ লক্ষ টাকার চেক বিতরণ করেন। একই অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয় প্রেরিত তুলার ডাঙ্গা মহাশ্মশান ও মাগুড়া ইউনিয়নের একটি দূর্গা মন্দিরে ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানীসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content