দেশজুড়ে

এলজিইডি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বান্দরবান জেলা পরিষদ

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:৫৪:৫৯ প্রিন্ট সংস্করণ

এলজিইডি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বান্দরবান জেলা পরিষদ

আমাদের ছেলে-মেয়েদের মাঠমুখী করতে হবে। যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়ামোদী আছি সবাইকে এগিয়ে আসতে হবে যাতে আমাদের ছেলে-মেয়েরা মাঠমুখী হয়। এতে ছেলেমেয়েরা চারিত্রিক,মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকতে পারবে। আমাদের সবাইকে এক ও অভিন্ন কণ্ঠে মাদককে না বলতে হবে।

বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় তিনি বলেন এমন প্রতিযোগিতার আয়োজন করে পবিত্র একটি দায়িত্ব পালন করেছে বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবং এলজিইডি পরিবার। রবিবার ( ৫ ফেব্রুয়ারি) রাতে এলজিইডি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী ড.মো.জিয়াউল ইসলাম মজুমদার।এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুর রহমান,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,পৌর মেয়র মো.সামসুল ইসলাম,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, মো. জিয়ায়ুর রহমান,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, আবু বিন ইয়াছির আরাফাত সহ সরকারি বেসরকারি বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

ফাইনালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২-১ সেটে জেলা পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।বান্দরবান জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২০ টি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় এলজিইডি-১ তৃতীয় স্থান এবং এলজিইডি-২ চতুর্থ স্থান অধিকার করে।

আরও খবর

Sponsered content

পাইকগাছা সীমান্তে গৃহবধুকে ইফতারি সাথে বিষ মিশিয়ে হত্যা : স্বামী ও দেবর গ্রেফতার

বরগুনায় আরও চারজন করোনায় আক্রান্ত

চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের’ অস্থিত্বের খোঁজ চালাচ্ছে প্রতœতত্ত¡ অধিদপ্তর

চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের’ অস্থিত্বের খোঁজ চালাচ্ছে প্রতœতত্ত¡ অধিদপ্তর

কাহালুতে পুকুরে রুই জাতীয় পোনা অবমুক্তকরণ

লালমোহনে মৎস্যজীবীদের মাঝে গাভী বিতরণ

পাঁচবিবিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৩শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক ওষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ এ্যাড. সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি আ. বকর সিদ্দিক মন্ডল, পৌর আ.লীগ সভাপতি এস কে আব্দুল হক ও প্রেসক্লাবের সভাপতি আ. হালিম সাবু।

Powered by