দেশজুড়ে

ঘুমধুম নয়াপাড়ায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৫১:২৬ প্রিন্ট সংস্করণ

ঘুমধুম নয়াপাড়ায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম নয়া পাড়া এলাকা থেকে অবিস্ফোরিত পরিত্যক্ত অবস্থায় একটি মর্টাল শেল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে মর্টাল শেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম নয়াপাড়া বিজিবি চেকপোস্টের দক্ষিণে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে, নিরাপত্তার কারণে স্থানটি লাল পতাকা দিয়ে ঘিরে রাখে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য নুর হোসেন বলেন, দুপুর বারোটার দিকে বিজিবির সদস্যরা অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান কে বলেন, ঘুমধুমে একটি মর্টার শেল পাওয়ার খবর শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কোন কিছু জানি না,জেনে জানানো হবে।

আরও খবর

Sponsered content