Uncategorized

চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি নির্বাচিত হলেন বি এম হাবিব উল্লাহ্

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৪:২২:২১ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া সাংবাদিক ফোরাম (সিএসএফ) এর ৭ম দ্বি-বার্ষিক সাধারণ সভা ও পুর্বের কমিটির মেয়াদান্তে ২০২০-২১সাল পর্যন্ত আগামী দু’বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বি.এম হাবিব উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নুরুদ্দোজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ। সম্প্রতি চকরিয়া পৌরশহরের আনোয়ার শপিং কমপ্লেক্সের বাংলা রেস্তোরায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যগনের হাত তোলা ও মৌখিক সমর্থনের ভোটে বি.এম হাবিব উল্লাহ (প্রতিনিধি- দি ডেইলি নিউ নেশন, দৈনিক ভোরের দর্পন ও সম্পাদক-আলোকিত চকরিয়া) পুনরায় সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে একই পদ্ধতির ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. রিদুয়ানুল হক (প্রতিনিধি- দৈনিক বাংলাদেশ সমাচার, বিশ্বমানচিত্র, ও সম্পাদক-বিবিসি একাত্তর), সহ-সভাপতি এম. নুরুদ্দোজা (প্রতিনিধি- দৈনিক ভোরের দর্পন ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা), সাংগঠনিক সম্পাদক এম. দিদারুল করিম (প্রতিনিধি-দৈনিক পূর্বদেশ), সাধারণ সম্পাদক আবুল মনসুর মো. মহসিন (প্রতিনিধি- দৈনিক আলোকিত সকাল, দৈনিক হিমছড়ি ও সম্পাদাক-ডেইলী বার্তা), সহ-সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ (প্রতিনিধি- দৈনিক সংগ্রাম ও শ্যামল বাংলা ডটকম), অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন (প্রতিনিধি- দৈনিক ভোরের ডাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নিজাম উদ্দিন (প্রতিনিধি- দৈনিক ইনানী ও সম্পাদক-আলোচিত সংবাদ)। এতে নির্বাহী কমিটির সিনিয়র সদস্য এম. নুরুল হক চকোরী (প্রতিনিধি- দৈনিক সোনালী বার্তা ও দি ডেইলি মর্নিং নিউজ), এম.ডি ইলিয়াস আরমান (প্রতিনিধি- সিপ্লাস টিভি), অলি উল্লাহ রনি (প্রতিনিধি- দৈনিক খবরপত্র ও দৈনিক আজকের কক্সবাজার), আব্দুল করিম বিটু (প্রতিনিধি- দৈনিক বাংলাদেশের খবর) এবং সাধারণ সদস্য মো. ওমর আলী (প্রতিনিধি- দৈনিক আমাদের চট্টগ্রাম), মাহমুদ রিয়াদ (প্রতিনিধি- দৈনিক বাংলাদেশের আলো), আব্দুল হামিদ (প্রতিনিধি- জিএসবি২৪টিভি.কম), মুছা ইবনে হোসাইন বিপ্লব (প্রতিনিধি- দৈনিক বিজনেস বাংলাদেশ) মনোনীত হন।

আরও খবর

Sponsered content

Powered by