ঢাকা

আশুলিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৪ , ৫:৪৯:১৩ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আশুলিয়ায় তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার বিকালে আশুলিয়ার তৈয়বপুর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা শিক্ষা অফিসার নাজমুশ শিহার, বীর মুক্তিযোদ্ধা মো. জাহের আলী মিয়া, এম সামসুল হক ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মাদবর।

সাংবাদিক আল-মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার ফারুক মিয়া, প্রধান শিক্ষক মো. আহসান হাবীব ও শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content