ক্রিকেট

ব্যাঙ্গালুরুর বিপক্ষে সহজ জয় পাঞ্জাবের

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২০ , ১০:৪১:৪৮ প্রিন্ট সংস্করণ

ম্যাচ সেরা লোকেশ রাহুলের অপরাজিত সেঞ্চুরিতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৯৭ রানে হারিয়ে আইপিএলে প্রথম জয় পেলো কিংস ইলেভেন পাঞ্জাব। অধিনায়ক হিসেবে আইপিএলে এটাই লোকেশ রাহুলের প্রথম জয়। তাছাড়া তার ৬৯ বলে ১৩২ রানের বিধ্বংসী ইনিংসের কাছেই হেরে যায় আরসিবি। ১৪ চার আর ৭ ছক্কায় এই রান তোলেন রাহুল। তাতে ২০৬ রানের বড় পুঁজি পায় পাঞ্জাব।

এই পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই চাপের মুখে পড়ে আরসিবি। তাতে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান দেবদূত পড়িক্কাল ১ রান করে বিদায় নেন। তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে‌ও কাজে লাগাতে পারেন নি জোস ফিলিপ। ০ রানে সাজঘরে ফিরেন তিনি। বিরাট চারে নেমে ১ রানে আউট হন। এবিডি ২৮ ও আরসিবির হয়ে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩০ রান করেন।

পাঞ্জাবের বোলারদের মধ্য়ে সেলডেন কটরেল ৩ ওভারে ১৭ রান খরচে ২টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ শামি ১৪ রান খরচে ১টি উইকেট নেন। পাঞ্জাবের স্পিনাররা এদিন দারুণ বল করেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রবি বিষ্ণোই ৪ ওভারে ৩২ রান খরচায় ৩টি এবং অন্য স্পিনার মুরুগান অশ্বিন ২১ রানে ৩টি উইকেট তুলে নিয়ে আরসিবি শিবিরে ধ্বস নামান।

আরও খবর

Sponsered content

Powered by