মো. এমরান আলী রানা ১০ মার্চ ২০২৪ , ৮:২০:৩২ প্রিন্ট সংস্করণ
নাটোরে সিংড়ায় রমজান মাসের পবিত্রতা রক্ষায় ও আগমন উপলক্ষ্যে স্বাগতম র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার আয়োজনে রবিবার (১০ মার্চ) বিকালে কোর্ট মসজিদ চত্বর থেকে একটি র্যালি সিংড়া পৌর শহরের প্রদান প্রাদান সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ ইসলামি আন্দোলন বাংলাদেশ ছাতারদিঘি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম শ্রমিক আন্দোলন সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ মাও.আব্দুল কুদ্দুস প্রমুখ।