আন্তর্জাতিক

গাজার গণকবর থেকে প্রায় ২০০ মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ৮:৩৪:২৩ প্রিন্ট সংস্করণ

গাজার গণকবর থেকে প্রায় ২০০ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গনের গণকবর থেকে প্রায় ২০০ মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল শনিবার (২০ এপ্রিল) গণকবরটির সন্ধান পাওয়া যায়। আজ রোববার পর্যন্ত সেখান থেকে মরদেহ উদ্ধার অভিযান অব্যাহত ছিল। গত ৭ এপ্রিল খান ইউনিস থেকে সরে যায় দখলদার ইসরায়েলের সেনারা। এরপর সেখানে ফিরে আসেন সাধারণ মানুষ। তবে ফিরে এসে শুধুমাত্র ধ্বংসযজ্ঞ দেখতে পান তারা।

আলজাজিরার সাংবাদিক হানি মোহাম্মদ খান ইউনিস থেকে রোববার জানিয়েছেন, হাসপাতাল প্রাঙ্গন থেকে সিভিল ডিফেন্স এবং প্যারামেডিকের সদস্যরা ১৮০টি মরদেহ উদ্ধার করেছেন। যেখানে ইসরায়েলিরা সাধারণ ফিলিস্তিনিদের হত্যার পর মাটি চাপা দিয়ে রেখেছিল। গণকবরটিতে বৃদ্ধা, শিশু এবং তরুণদের মরদেহ পাওয়া গেছে।

ফিলিস্তিনি জরুরি পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, ওই গণকবর থেকে আরও মরদেহ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। গণকবরটিতে আরও অসংখ্য মরদেহ রয়ে গেছে।

এ সপ্তাহের শুরুতে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পাশে একটি গণকবরের সন্ধান মেলে। সেখান থেকে অসংখ্য মরদেহ উদ্ধার করা হয়। গত মাসে টানা দুই সপ্তাহ আল-শিফা হাসপাতালে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে ধারণা করা হচ্ছে, মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ দখলদার ইসরায়েলের বিমানবাহিনীর চালানো বিমান হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অসংখ্য মরদেহ আটকা পড়ে আছে।

গতকাল রাতে গাজার শেষ নিরাপদস্থান রাফাহতে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে ২২ জনের মৃত্যু হয়। এই ২২ জনের মধ্যে ১৮ জনই শিশু।

সূত্র: আলজাজিরা

আরও খবর

Sponsered content

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

দিনাজপুরে হাসপাতালের চতুর্থ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

দিনাজপুরে হাসপাতালের চতুর্থ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

আমদানির খবরে কমেছে ডিমের দাম

আমদানির খবরে কমেছে ডিমের দাম

বালিয়াডাঙ্গীতে পথসভা ও স্মারকলিপি প্রদান

পরীমনিকাণ্ড: সেই রাতের ঘটনা নিয়ে নাসিরের বিবৃতি

নেত্রকোনায় নির্যাতনের শিকার শিশু ধর্ষণ মামলার আসামি!