দেশজুড়ে

রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

  প্রতিনিধি ২ মে ২০২৪ , ৩:৫৬:৫৯ প্রিন্ট সংস্করণ

রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নের মুসলিম ব্লকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মৃতরা হলেন- রাঙ্গামাটি সদর উপজেলার সিলেটি পাড়া এলাকার বাসিন্দা নজির (৫০) এবং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম (৫৫)। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, অনেক দিন পর আজ সকালে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। এতে বাহারজান নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি গরু আনার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। মৃতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

অন্যদিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, সকালে শহরের সিলেটি পাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে মারা গেছেন।

আরও খবর

Sponsered content