দেশজুড়ে

মাইক প্রতীকে আনন্দে ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা

  প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৭:৪৭:৫৯ প্রিন্ট সংস্করণ

মাইক প্রতীকে আনন্দে ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা

আসন্ন ৫ই জুন ২০২৪ইং অনুষ্ঠিত হবে বিজয়নগর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন। উক্ত নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনী আলোচনা, প্রার্থিতা দাখিল, যাচাই-বাছাই এর কঠিন সময় পার হয়ে এখন মাঠে মৃণাল চৌধুরী লিটনের মাইক প্রতীকের কর্মী সমর্থকরা ।

২০ই মে তারিখে বিজয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃণাল চৌধুরী লিটনের মাইক মার্কা চূড়ান্ত হওয়াতে সমর্থকদের মধ্যে জুড়ে সুরে আনন্দ মিছিল দেখা যায়। এবারে নির্বাচন বিগত নির্বাচনের থেকে আলাদা লক্ষ্য করা যায়।

মৃণাল চৌধুরী লিটন গত নির্বাচনে অংশগ্রহণ করলেও বর্তমানে নির্বাচনে তার পরিশ্রম ও দ্বারে দ্বারে ঘুরার ছবি বলে দেয় নির্বাচনে বিজয় ছিনিয়ে আনবে। তিনি একজন সাংগঠনিক ব্যক্তিত্ব সাহায্যকারী ও স্পষ্টভাষী। মিলন চৌধুরীর লিটনের ভাষ্য, আমি এবারে নির্বাচনে মাইক মার্কা প্রতীক পেয়েছি আমি সকলের সহযোগিতায় নির্বাচিত হতে চাই।

গত নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু জনগণের নৈকট্য অর্জন না করতে পারা আমার ব্যর্থতা। তবে এইবার আমি কঠোর পরিশ্রম করিতেছি যাতে বিজয়নগরের মানুষের নৈকট্য লাভ করতে পারি। আমি নির্বাচিত হই বা না হই জনসাধারণের জন্য কাজ করে যাব।

উপলব্ধিতে এইবার ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃণাল চৌধুরী লিটন তার মাইক মার্কা জনগণের আস্থা অর্জন করবে। উল্লাস ও সমর্থন এর ছবি বলে দেয় মাইক মার্কা এগিয়ে আছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিজয়নগর উপজেলা বাসিন্দা বেশিরভাগ এলাকার ভোটার আমাদের মিডিয়া প্রতিনিধি কে জানান, গত বছর মিনাল চৌধুরী লিটনের মাইক প্রতীকে ভোট দিয়েছি। এইবারও মাইক প্রতীকে আমরা ভোট দিব।

আরও খবর

Sponsered content