চট্টগ্রাম

কক্সবাজারে চলছে পাহাড় কেটে বসতঘর নির্মাণ

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১ , ৭:১১:২২ প্রিন্ট সংস্করণ

বি এম হাবিব উল্লাহ, কক্সবাজার :

কক্সবাজার উত্তর বন বিভাগের ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী হাজি পাড়া এলাকায় নির্বিচারে পাহাড় কেটে বসতঘর করা হচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য চলছে পাহাড় কাটা ও জবর দখল করে বাড়ি-ঘর নির্মাণ কাজ।

তবে নাপিতখালী বিট অফিস ম্যানেজ করে পাহাড় কেটে বসতঘর নির্মাণ কাজ চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।

 

সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার সদরে ইসলামপুর ইউনিয়নের হাজি পাড়ার এলাকার জাফর মাঝি ও তার পুত্র সাইফুল ইসলামের নেতৃত্বে পাহাড় কেটে ঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এইভাবে পাহাড় কাটা ও ঘর নির্মাণ চলমান থাকলে পরিবেশ বিপর্যয় ও পাহাড় ধ্বসের সম্মুখীন হবেন তারা। পাহাড় কেটে ঘর-বাড়ি নির্মাণ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। ক্ষতি হচ্ছে পরিবেশের, বিলুপ্ত হচ্ছে পাহাড় ও বন্যপ্রাণী।

 

এ ব্যাপারে নাপিতখালী বিট অফিসার গোলাম কবির বলেন, বাড়ী নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হবে। বিট অফিসারকে পাঠানো হচ্ছে বলে জানান ফুলছড়ি রেঞ্জার মাজাহারুল ইসলাম। বিষয়টা দেখছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন উত্তর বন বিভাগের এসিএফ মাসুদ রানা ।

আরও খবর

Sponsered content

Powered by