দেশজুড়ে

রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যু

  প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ৭:৪৭:২৮ প্রিন্ট সংস্করণ

রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকের সংস্কার কাজ করতে গিয়ে কাদের হোসেন (২১) ও রবিন হোসেন (২৮) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ওই সময় আহত হয়েছেন সাকিব হোসেন (২৩) নামের আরেক শ্রমিক। রোববার (২৬ মে) বিকেলে পৌর শহরের মীরগঞ্জ সড়কের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত কাদের রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের বয়াতি বাড়ি খোরশেদ আলম ও রবিন একই বাড়ির জাকির হোসেনের ছেলে।

উভয়ের বাবা পেশায় রিকশা চালক। খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহত কাদেরের ছোট ভাই টুটুল বলেন, ‘ভবনের ঠিকাদার সোহেল সেপটি ট্যাংকে ঝুঁকি জেনেও কাজ করার জন্য আমার ভাইকে নামিয়েছেন।

আমরা এ ঘটনার বিচার চাই।’ নিহত রবিনের বাবা জাকির হোসেন বলেন, ‘আমার ছেলে মারা গেছে। কথা বলার ভাষা হারিয়ে গেছে। আমি থানা-পুলিশ করবো না।’ এ ঘটনার পর থেকে অভিযুক্ত ঠিকাদার সোহেল পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহির হোসেন বলেন, ‘ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ নিয়ে গেছেন। অন্য একজনকে জরুরি চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

’রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামসুল আরেফিন বলেন, ‘নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content