আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত ৪ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ

  প্রতিনিধি ২২ জুন ২০২০ , ১:০৪:৪৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৪ হাজার ২৫৮ জনে। বিশ্বব্যাপী করোনার সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৮৮ লাখ ৩৩ হাজার ৯১৩ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৭ লাখ ৪ হাজার ৮২৮ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৪৮৯ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ ছাড়া করোনায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৬ লাখ ৬৪ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে করোনা রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল শনিবার পর্যন্ত মোট এক হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট এক লাখ আট হাজার ৭৭৫ জনের মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে। দেশে গত ৮ মার্চ করোনয় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by