খেলাধুলা

কাতার বিশ্বকাপের সূচী চূড়ান্ত

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২০ , ৮:৪২:০৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্কঃ বিশ্বকাপ মানেই আনন্দ, বিশ্বকাপ মানেই মনে খুশির জোয়ার, বিশ্বকাপ মানেই এক অন্যধরনের অনুভুতি। প্রতি চার বছর পরপর মনে দোলা দেওয়া বিশ্বকাপ আবার কবে ফিরবে সেই আশায় বুক বেধে আছে বিশ্বের কোটি কোট দর্শক।

২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালের ছবিটা এখনো সমর্থকদের মনে জ্বলজ্বলে। ট্রফি উঁচিয়ে ধরার ক্ষণটা নিশ্চয়ই দোলা দেয় ফ্রান্সের ফুটবলারদের মনেও। গেল আসরের ফাইনাল ম্যাচটা হয়েছিল ১৫ জুলাই, আজকের দিনে। ঠিক একইদিনে চূড়ান্ত করা হলো পরবর্তী আসরের সূচী।

২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। বুধবার (১৫ জুলাই) চূড়ান্ত করা হলো বিশ্বকাপের সূচী। ২১ নভেম্বরে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আল বায়েত স্টেডিয়ামে। ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম কাতারের অন্যতম সৌন্দর্যমন্ডিত স্টেডিয়াম।

প্রতিদিন অনুষ্ঠিত হবে ৪টি করে ম্যাচ। স্থানীয় সময় দুপুর ১টা, ৪টা, ৭টা এবং ১০টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে খালিফা স্টেডিয়ামে। পরদিন ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল ম্যাচের ভেন্যু ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়াম।

তবে এখনো চূড়ান্ত হয়নি কোন দল কোন গ্রুপে খেলবে।

আরও খবর

Sponsered content

সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে সেমিনার অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে সেমিনার অনুষ্ঠিত

সংসদ সদস্য নায়ক ফারুক আইসিইউতে

পাঁচবিবিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৩শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক ওষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ এ্যাড. সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি আ. বকর সিদ্দিক মন্ডল, পৌর আ.লীগ সভাপতি এস কে আব্দুল হক ও প্রেসক্লাবের সভাপতি আ. হালিম সাবু।

শিবগঞ্জে বিনামূল্যে পেঁয়াজ ও পাট বীজ বিতরণ

শিক্ষার মানোন্নয়নে সকলকে কাজ করতে হবে: রিয়াজুল হাসান রিয়াজ

আটোয়ারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী