প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৬:০৯:১০ প্রিন্ট সংস্করণ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্ধ হওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেল প্রায় ১৭ঘন্টা পর আবারও সচল হয়েছে। এই দুই সংস্থা কর্মযজ্ঞে ফিরলেও চট্টগ্রাম বন্দর এখনও পুরোপুরি সচল হয় নি।
সোমবার (২৭ মে) ভোর ৫টা থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে চালু করে। এরপর সকাল সোয়া ১০টা পর্যন্ত তিনটি বিমান অবতরণ করেছে। বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, ভোর ৫টা থেকে রানওয়েসহ বিমানবন্দরে সব কার্যক্রম চালু হয়েছে।
তিনটি বিমান সকালে ল্যান্ড করেছে। একটি ডোমেস্টিক রুটের এবং দুটি ইন্টারন্যাশনাল রুটের। আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবপিদ সংকেত জারির পর গতকাল রবিবার (২৬ মে) বেলা ১২টা থেকে সব ধরনের ফ্লাইট অপারেশনসহ বিমানবন্দরের সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। অপরদিকে দীর্ঘ ১৮ ঘণ্টা পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।
সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় এটি খুলে দেওয়া হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে রবিবার (২৬ মে) সন্ধ্যা ৬টায় টানেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সোমবার সকাল ৬টায় বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগায় সকাল সাড়ে ১১টায় এটি খোলা হয়।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উপপ্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে টানেলটি প্রায় ১৮ ঘণ্টা বন্ধ রাখার পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।অন্যদিকে, বাতাসের গতিবেগ বেশী থাকায় এবং প্রচণ্ড বৃষ্টির কারণে আউটার এ্যাংকরেজে থাকা জাহাজগুলো এখন পর্যন্ত বন্দরের জেটিতে প্রবেশ করতে পারেনি। তবে বিপদসংকেত তিনে নামিয়ে আনা হয়েছে। তবে বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, বৈরী আবহাওয়ার কারণে সোমবার কোনো জাহাজ বহির্নোঙর থেকে বন্দরে আসেনি। আর দুই-এক ঘণ্টার মধ্যে এলে অপারেশনাল কাজ শুরু করা যাবে। দুপুরে প্রশাসনিক ও বন্দরের অভ্যন্তরীণ কাজ শুরু হয়েছে।