রাজশাহী

শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো লালপুর

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ২:৪৯:০৩ প্রিন্ট সংস্করণ

লালপুর(নাটোর)প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলাকে শতভাগ ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার সারাদেশের ৭টি জেলা এবং লালপুর উপজেলাসহ দেশের ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এসময় লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার ১৫৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শামীম আহম্মেদ, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, সহকারী কমিশনার(ভূমি) দেবাশীষ বসাক প্রমুখ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লালপুর উপজেলায় মোট ৬২৯ টি “ক” শ্রেণির পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে শতভাগ ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by