প্রতিনিধি ২৯ মে ২০২৪ , ৪:১৬:২৪ প্রিন্ট সংস্করণ
“একসাথে মাসিক বান্ধব বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস। প্রতি বছর ২৮ মে সারা বিশ্বে মাসিক স্বাস্থ্যবিধি দিবস হিসেবে পালিত হয় ।
উদ্দেশ্য হল নিরাপদ পিরিয়ডের সুবিধা সম্পর্কে মহিলাদের শিক্ষিত ও সচেতন করা। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ মে) সকালে সামাজিক সংগঠন অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর বান্দরবান জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন এই দিনটি পালনের উদ্দেশ্য হল মেয়েদের এবং মহিলাদের মাসিকের সময় স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা সম্পর্কে অবহিত করা ৷যা তাদের উন্নত স্বাস্থ্যের জন্য অপরিহার্য । পিরিয়ডের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের কারণে মহিলারা অনেক গুরুতর সমস্যায় ভুগতে পারেন ।
তাই পিরিয়ডের সময় পরিষ্কার থাকার পরামর্শ দেওয়া হয় ৷গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন(এমজেএফ) এর সহযোগিতায়,শ্রেয়া প্রোগ্রাম, প্রোগ্রেসিভ এর বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক, ডনাইপ্রু নেলী, দুদক বান্দরবান এর সভাপতি, অংচমং মার্মা,অনন্যা কল্যাণ সংগঠন এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর,উক্যসিং মার্মা,সাধারণ সম্পাদক, পাইম্রাউ মার্মা, অ্যাক্টিভিস্ট ফোরাম, শ্রেয়া প্রোগ্রাম এর সদস্য, মার্গারেট ত্রিপুরা, সদস্য, সহ অনন্যা কল্যাণ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন নারী সংগঠন ও ক্লাবের সদস্য বৃন্দ।
আলোচনা অনুষ্ঠানের পরে বিভিন্ন কিশোরী ক্লাবের সদস্যদের নিরাপদ স্যানিটারি ন্যাপকিন তৈরির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।