প্রতিনিধি ৬ জুন ২০২৪ , ৮:১৭:১২ প্রিন্ট সংস্করণ
পিরােজপুরের মঠবাড়িয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় বখাটেদের হামলায় ফারুক ভূইয়া (৬০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফারুক ভূইয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত নূরু ভূইয়ার ছেলে। অভিযুক্তরা হলেন উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের ছেলে শাওন, বাদল মিয়ার ছেলে শাহিন ওরফে শাকিল ও মৃত জাফর মােল্লার ছেলে সুমন মােল্লা।
এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী ফারুক ভূইয়ার ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলাই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।