রংপুর

নীলফামারীতে শিক্ষা উপকরণ বিতরণ

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ৭:২৮:০৯ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম যখন স্থবির তখন বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে আসছে এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন। বৃহস্পতিবার নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সন্ন্যাসী তলা বাজার, টেপুরডাঙ্গা,মাঝাডাঙ্গা, বোটের হাট স্থানে ১ হাজার ৩ জন দরিদ্র রেজিস্ট্রার্ড শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি শিশুকে চারটি খাতা দুইটি করে পেন্সিল এক বক্স কালার পেন্সিল দেয়া হয়। শিক্ষা সামগ্রী বিতরণে সার্বিকভাবে সহায়তা করেন ওয়ার্ল্ড ভিশনের সহায়তাকারী ও গ্রাম উন্নয়ন কমিটি ফোরামের সদস্যরা।

ওয়ার্ল্ড ভিশনে কর্মরত ইয়াসিন আলী শিশুদেরকে বলেন তোমরা স্কুল বন্ধের সময়গুলো সব সময় খেলাধুলা করে নষ্ট করবেনা। বাসায় পড়ার পাশাপাশি হাতের লেখা সুন্দর করার জন্য বেশি বেশি করে হাতের লেখা লেখবে ও ছবি আঁকবে । পড়া লেখার সময় কোন কিছু বুঝতে না পারলে স্যারদের সাথে যোগাযোগ করে পরামর্শ নেবে।

 

আরও খবর

Sponsered content

Powered by