প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ৮:০৩:২৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট-২ এর সংসদ সদস্য শেখ তন্ময়কে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বাগেরহাট জেলা, উপজেলা ও পৌর শাখার নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
৭ জুলাই রবিবার সন্ধ্যায় মিঠাপুকুরস্থ বাস ভবনে এমপি শেখ তন্ময়ের সাথে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জেলা কমিটির সদস্য সচিব উপস্থিত নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। শেখ তন্ময় নেতৃবৃন্দের সাথে সংগঠনের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় জেলা কমিটির সদস্য সচিব প্রদীপ বসু সন্তু, উপজেলা কমিটির আহবায়ক স্বপন কুমার বসু, পৌর কমিটির আহবায়ক পরিজাত কুমার পাল, সদস্য সচিব কল্লোল সরকার, মোহন লাল হালদার, রতন দাস, কমলেশ মৃধা, তাপস সাহা, মিন্টু বৈরাগী, লিটন সাহা, চয়ন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।