বরিশাল

ঢাকা-বরগুনা নৌরুটে চালু হলো অত্যাধুনিক ও বিলাসবহুল ল এম ভি রাজারহাট-বি

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৭:০০:২৩ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি: ল টি নির্মাণ করেছে দেশের অন্যতম নৌযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান এম কে শিপিংলাইনস। দীর্ঘ প্রতীক্ষার পর চলাচলের জন্য শুক্রবার বরগুনা নদী বন্দরে সকাল সাড়ে এগারোটায় বিলাসবহুল ল এম ভি রাজারহাট-বি এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ। পরিবেশ আন্দোলন বরগুনার সাধারন সম্পাদক জনাব মুশফিক আরিফের স ালনায় এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মফিজুল ইসলাম, এম কে শিপিং লাইন্সের এম ডি মাসুম চৌধুরী, পরিবেশ আন্দোলন বরগুনার সভাপতি সুখরঞ্জন শীল, সামাজিক আন্দোলন বরগুনার সভাপতি হাসানুর রহমান ঝন্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকু, জেলা বিএনপির সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা, সাবেক পৌর মেয়র এ্যাড শাজাহান, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামসহ্ আরও অনেকে। এম কে শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মামুনুর রশিদ বলেন, ল টি অনুমোদিত যাত্রী ধারণক্ষমতা প্রায় ৭’শ জন। এছাড়াও প্রায় ৫’শ টন পণ্য পরিবহনের সক্ষমতা রয়েছে নৌযানটির। ল টিতে আধুনিক রাডার ছাড়াও জিপিএস পদ্ধতি সংযুক্ত করা হয়েছে। ফলে ল টি চলাচলরত নৌপথের ১ বর্গ কিলোমিটারের মধ্যে গভীরতা ছাড়াও এর আশপাশের অন্য যেকোনো নৌযানের উপস্থিতি চিহ্নিত করতে পারবে। এমনকি ঘন কুয়াশার মধ্যেও নৌযানটি নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছে ল কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content

Powered by