প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৪:৪১:১৯ প্রিন্ট সংস্করণ
উত্তর ইসরায়েলের রামায় ইসরায়েলি নজরদারি সরঞ্জামগুলোতে সরাসরি আঘাত চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবার (৪ আগস্ট) স্থানীয় সময় সকালে এ হামলাহুলো চালানো হয় বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এনএনএ জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের গুপ্তচর সরঞ্জামগুলো ধ্বংস হয়েছে।
এদিকে শনিবার মধ্য রাতে উত্তর ইসরায়েলের বেইট হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলোকে বাধা দিচ্ছে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে লেবাননের কেফার কেলা ও দেইর সিরিয়ানে এলাকায় হামলা চালায় ইসরায়েল। হামলায় কয়েকজন বেসামরিক মানুষ আহত হন। এর জবাবে ইসরায়েলে রকেট ছোড়ে হিজবুল্লাহ।