দেশজুড়ে

রাজশাহীর ৫ পত্রিকা অফিসে হামলা, প্রকাশনা বন্ধ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৪ , ৪:৫০:৩৫ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর ৫ পত্রিকা অফিসে হামলা, প্রকাশনা বন্ধ

শেখ হাসিনার পদত্যাগের খবরে রাজশাহীতে পাঁচ পত্রিকা অফিসে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে পত্রিকার অফিসগুলোতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার থেকেই স্থানীয় সব পত্রিকার প্রকাশনা বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্থ পত্রিকা অফিসগুলো হলো রাজশাহী থেকে প্রকাশিত ‘দৈনিক সোনার দেশ’, ‘দৈনিক গণধ্বনী প্রতিদিন’, ‘সিল্ক সিটি নিউজ ২৪ ডটকম’, ‘পদ্মা টাইমস’ ও ‘বাংলার জনপদ’।

রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত আলী এসব তথ্য নিশ্চিত করেন।

দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বলেন, ‘আমাদের অফিসে যেসব কাগজপত্র ছিল সব নিচে নিয়ে এসে আগুন দিয়েছে। চেয়ার-টেবিল, কম্পিউটার, এসি, ফ্যান সব লুটপাট করে নিয়ে গেছে।’

রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত আলী বলেন, রাজশাহীতে দুটি পত্রিকা ও তিনটি আনলাইন অফিসে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পর আমরা নিরাপত্তার কথা মাথায় রেখে প্রকাশানা বন্ধ রেখেছি। আজ থেকে এটি আবার চালু হবে।

তিনি আরও বলেন, এমন ঘটনা আগে দেখিনি। আমি এর তীব্র নিন্দা জনাচ্ছি। ছোট ছোট ছেলেদের নিয়ে এই হামলা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।

আরও খবর

Sponsered content