প্রতিনিধি ১১ আগস্ট ২০২৪ , ৩:১৮:৫২ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ সেনা বাহিনী দেশের প্রয়োজনে ও জনগণের প্রয়োজনে কাজ করে থাকে। তাই চলমান পরিস্থিতিতেও জনগণের সেবায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনা বাহিনী। শুধু সেনা বাহিনীই নয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জনসাধারণ ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। যতদিন দেশে শান্তি শৃঙ্খলা ফিরে না আসবে ততদিন সেনা বাহিনী জনগণের স্বার্থে মাঠে থাকবে।
শনিবার (১০ আগস্ট) বিকালে বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের বোয়ালখালীতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনা বাহিনীর ২৪-পদাতিক ডিভিশন মেজর শওকত।
এ সময় মেজর শওকত বলেন, দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে সেনা বাহিনী মাঠে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।মেজর শওকত তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়ে বলেন, আমাদের শিক্ষার্থী ও তরুন সমাজ বৈষম্য দূর করতে , পরিচ্ছন্ন শহর ও সমাজ গড়তে যেভাবে কাজ করছেন আমাদের প্রত্যেক নাগরিককে তাদের পাশে দাঁড়ানো উচিত। তিনি বোয়ালখালী থানা পুলিশের কার্যক্রমকে আরো বেগবান করা ও পুলিশের সকল কাজে জনগণকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। ইতোমধ্যে সেনা বাহিনীর সহায়তায় দেশের থানা গুলোতে কর্মবিরতি ছেড়ে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। তাই সেনা বাহিনীর পাশাপাশি আপনাদের সকলকে পুলিশের কাজে সহযোগিতা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি) মো. আছহাব উদ্দিন, বোয়ারখালী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মহসীন উদ্দিন, বোয়ালখালী নুরুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ এন এম ফখরুদ্দিন, মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, চরণদ্ধীপ সিনিয়র
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা, বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক বাপন ভঞ্জ, বিশ্বজিৎ বড়ুয়া,কামরুল হাসান, জামানুল ইসলাম, মো. ইলিয়াছ, শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়ালি নুরুন্নবী চৌধুরী, পুরোহিত সহ মুক্তিযোদ্ধা-সাংবাদিক-শিক্ষক-ছাত্র-ধর্মীয় ও পেশাজীবি প্রতিনিধিবৃন্দ।