আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৪ , ৩:১৫:৪০ প্রিন্ট সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলা করেছে ইসরায়েল। এই হামলায় অন্তত ৯ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএনএ এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   

এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানায়, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।  

গাজায় যুদ্ধের মধ্যেই ইসরায়েল-লেবানন সীমান্তে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকায় এক রকেট হামলায় ১২ শিশু নিহত হয়। অভিযোগের তীর ছোঁড়া হয় হিজবুল্লাহর দিকে। কিছুদিন পরেই বৈরুতে উচ্চপদস্থ হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল।

এরপর তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহ নিহত হন। হত্যার দায় ইসরায়েল স্বীকার না করলেও, তাদের ‘কঠিন শাস্তি’ দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আবার, হিজবুল্লাহও শুকুর হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

আরও খবর

Sponsered content