দেশজুড়ে

রায়পুরে মেয়র কে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্ররা

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৪ , ৭:৪২:৩৫ প্রিন্ট সংস্করণ

রায়পুরে মেয়র কে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্ররা

লক্ষ্মীপুরের রায়পুরে পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটকে পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রবিবার সকাল পৌরসভা কার্যালয়ের সামনে এ সমাবেশ করে। সমাবেশ শেষ করে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, পৌর মেয়র কোনো দায়িত্ব পালন করতে পারবে না। তাকে অবিলম্বে  পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে, তাহলে নেতাকর্মীরা রাজপথে থেকে সৈরাচারি সরকারের পদত্যাগের  মতো রায়পুর পৌরসভার মেয়র কে পদত্যাগ করতে বাধ্য করা হবে। 

এ সময় বিক্ষোভ সমাবেশে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আবদুল মোতালেব বলেন,ভোট চুরি করে তিনি মেয়র হয়েছেন। জনগন তাকে ভোট দেয়নি। মেয়র হয়ে তিনি দূর্নিতি ও চাঁদাবাজি করে পৌর বাসিকে অতৃষ্ঠ করেছে। তাকে আমরা ও পৌরবাসি অবাঞ্ছিত ঘোষণা করলাম।

আরও খবর

Sponsered content