প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ৭:৪২:৫২ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় কয়েকটি ইউনিয়ন আকস্মিক বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক পরিবার।
বর্তমান বাংলাদেশের ক্লান্তি লগ্নে, গত দুই দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার মতো বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ,বৃষ্টির পাহাড়ি স্রোতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের, বামুটিয়া,ধোরানাল, মধুপুর, জলিলপুরসহ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক পরিবার। এদিকে পাহাড়পুর ইউনিয়নের সংযুক্ত আলেকপুর থেকে আড়িয়াল বাজারের রাস্তা পানিতে তলিয়ে গেছে। চান্দুরা ইউনিয়নের দাউদপুর গ্রামের আল আমিনের তিনটি পুকুরওসাতগাওঁ গ্রামেরআবুখা ওসৈয়দ মিয়া পুকুরের লক্ষ টাকার পুকুরের মাছ বন্যার পানিতে ছুটে গেছে।
বন্যার্থদের আহাজারী, এই আকস্মিক বন্যারকারনেআমরা নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পায়নি।আমাদের গরুর ছাগলসহ বিভিন্ন গৃহপালিত পশুর ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ঘর হতে বাহির হতে পারছিলাম না।আমাদের পুকুরের মাছগুলো বন্যার পানিতে চলে গেছে। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক রাতে ও সন্ধ্যায় আমাদের খোঁজ-খবর নিয়েছে। এবং আমাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, উপজেলার ক্ষতিগ্রস্তের ইউনিয়ন ১টি, প্লাবিত গ্রাম ৪টি, পানিবন্দী পরিবারের সংখ্যা ৩০টি, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা প্রায় ১২০জন।
এ বিষয়ে উপজেলা নির্বাহ অফিসার সৈয়দ মাহাবুবুল হক জানান, ভারী বৃষ্টির কারণে সারা দেশের ন্যায় বিজয়নগরেও কিছু কিছু এলাকায় প্লাবিত হয়েছে, আমি আমার টিম নিয়ে যথা সময়ে বন্যার্থদের খোঁজখবর নিয়েছি। এবং বন্যার্তদের নির্দেশিত নিরাপদ স্থানে আসার জন্য উদ্বুদ্ধ করেছি। আমাদের পরিদর্শনে কাজ চলমান আছে।