প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৪ , ৫:২৫:১২ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় প্রায় ১৫ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার গোপালপুর পৌরসভা এলাকার কেশবপুর গ্রামের শুকুর আলীর গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার বলেন, জব্দকৃত গুড় নদীতে ফেলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।