দেশজুড়ে

বোয়ালমারীতে মোটরসাইকেল পার্টস দোকানে আগুন, ক্ষয়ক্ষতি ৩১ লাখ

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৪ , ৬:০৮:২৩ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে মোটরসাইকেল পার্টস দোকানে আগুন, ক্ষয়ক্ষতি ৩১ লাখ

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল পার্টস ও ফুয়েলের দোকান ঘর ও পাশের একটি মুদি দোকানে আগুন লেগে ৩১ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত হয়েছে।

সোমবার ২৬ আগস্ট দিন যেয়ে রাত ১ টার সময় বোয়ালমারী পৌরশহরের ওয়াবদামোড়ে মের্সাস অর্পিতা এন্টার প্রাইজ ও মুদি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালমারীর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রন করে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মের্সাস অর্পিতা এন্টার প্রাইজে মালিক সঞ্জায় মোটরসাইকেলের যাবতীয় যন্ত্রাংশ, পেট্রোল , অকটেন, ও ডিজেল বিক্রি করতেন।

সঞ্জায় কুমার পাল বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়। ২ ঘন্টা পরে বাজার থেকে ফোন করে দোকানে আগুন লাগার কথা জানায়। পরে এসে দেখি দোকানের সমস্ত মালামাল পুড়ে গিয়েছে। আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি মালামা পুড়ে ছাই হয়ে গিয়েছে। ২৪ ব্রেল ফুয়েল, মোটরসাইকেল পার্টস ও ৫টি মোটরসাইকেল ছিল। সবই পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে। পাশের চা বিক্রেতার প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গিয়েছে। এখনো আগুনের সূত্রপাত পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content