দেশজুড়ে

লালপুরে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৩:২৬:৫৭ প্রিন্ট সংস্করণ

লালপুরে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরের লালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলের নেতাকর্মীরা।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির আয়োজনে লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্জ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content