প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৩:০৭:২০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিভিন্ন সড়কে যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং করে রাখার দায়ে ৬ মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলার বিভিন্ন সড়ক ও ফুটপাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা ।
এ সময় লাইসেন্স ও অবৈধভাবে রাস্তায় গাড়ী পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে
৬ জন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, বোয়ালখালী উপজেলা সদরের বিভিন্ন সড়কে যত্রতত্র পার্কিং ও ব্যবসায়ীদের ফুটপাত দখলের কারণে অধিকাংশ সময় তীব্র যানজটের ফলে জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়। বোয়ালখালী সদরে যানজটমুক্ত রাখতে যত্রতত্র পার্কিং না করতে এবং সড়ক ও ফুটপাতে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানায় তিনি।