ঢাকা

সাভারে সড়ক দূর্ঘটনায় গার্মেন্টস কর্মী ও বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু

  প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৮:২২:৪৫ প্রিন্ট সংস্করণ

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দ্রæতগতীর যাত্রীবাহী বাসচাপায় এক নারী গার্মেন্টস শ্রমিকের নিহত হয়েছে। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম সুরাইয়া বেগম (৪০)। ঘাতক বাসটিকে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ আটক করতে পারলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত সুরাইয়া মানিকগঞ্জ জেলার আঁটিগ্রামের আব্দুর সাত্তার খানের মেয়ে। সে সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা এলাকায় স্থানীয় অবনী ফ্যাশন নামের একটি গার্মেন্ট এ কাজ করতেন। পুলিশ লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, রোববার সকালে প্রতিদিনের মত গার্মেন্টে কাজে যোগ দিতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন সুরাইয়া। এসময় রাজধানী থেকে ছেড়ে আসা অগ্রদূত পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে যায়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, সকালে সাভারের হেমায়েতপুরের পাশ^বর্তী এলাকা সিংগাইরের আঠাবর এলাকায় মুজিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তি সেচ পাম্পের মেশিন চালু করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও খবর

Sponsered content

Powered by