চট্টগ্রাম

বন্ধন লায়ন্স বনাম লিও ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৬:০৭:৫০ প্রিন্ট সংস্করণ

বন্ধন লায়ন্স বনাম লিও ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন ও লিওক্লাব অব চিটাগাং বন্ধনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিক এলাকায় অবস্থিত এম.আর.সকার্স গ্রাউন্ডে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন এম বদিউর রহমান। এসময় তিনি সুস্থ শরীর ও দেহ মনের জন্য খেলাধূলার প্রয়োজনীয়তা উপকারিতা তুলে ধরে সবাইকে ক্রীড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান। খেলাধুলার মাধ্যমে তরুণ যুবকদের ইতিবাচক বিকাশ ঘটে বলেও তিনি মতামত ব্যক্ত করেন।

বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন আবু তাহেরের রেফরিংয়ে অনুষ্ঠিত উক্ত খেলায় ৩-২ গোলে লিও ক্লাব অব চিটগাং বন্ধন বিজয় লাভ করেন। বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম ও বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও নুর মোহাম্মদের নেতৃত্বে উভয় দলে অংশ নেয়া খেলোয়াড়রা হলেন যথাক্রমে মামুনুর রশিদ মামুন, আবুল খায়ের, মোহাম্মদ আমিন, মোহাম্মদ নাছের, সাদ্দাম হোসেন, রিয়াদ মোর্শেদ আলম, তৌহিদুল ইসলাম, খোরশেদ আলমকুতুবী, হাছান তারেক চৌধুরী, রানা, সাজ্জাদ, শফি, লিও যথাক্রমে মারুফ, আরমান, আজীজ, জুয়েল, নিহাল, সাফায়েত,তাওসিফ, ওয়াসিফ, আরফি, শাহী প্রমুখ। খেলা শেষে সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন লায়ন মোহাম্মদ নাছের।