রাজশাহী

ধামইরহাটে মাদকবিরোধী ও অপরাধ দমন সভা

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ৫:৫৮:২১ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : আইন শৃঙ্খলা রক্ষার্থে জয়পুরহাট-ধামইরহাট উপজেলার ভারত সীমান্তবর্তী থানার সমন্বয়ে মাদকবিরোধী ও অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ ও জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবাড়ি সিরাজিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ধামইরহাট থানার ওসি মো. আবদুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বাড়ীর সামনে তাদের ছবিসহ বেনার টাঙ্গিয়ে দেওয়া হবে, যাতে করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সর্বদা প্রতিহত হতে, এতেও যদি মাদক ও নির্মূলে মাদক কারবারীদের বোধোদয় হয়। অপরাধ মদন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, জয়পুরহাট থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান, অনুষ্ঠানের সঞ্চালক পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, জাহানপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী, ইসবপুর ইউপি চেয়ারম্যন ইমরুল কায়েস বাদল, ধলাহার ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by