দেশজুড়ে

বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম আদালতে মামলা

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৪১:২২ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম আদালতে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে উপজেলার ইছাপুড়া ইউনিয়নের তুলাতলা গ্রামের মনির মিয়াকে কুপিয়ে জখম করে একই এলাকার দেব্রু দাসের ছেলে হাসু দাস (৫৫), বক্ত দাসের ছেলে বিকাশ দাস (৩০), রাখেশ দাস (২৬), দেন্দ্র দাসের ছেলে রুই দাস (৩০), নিখেন দাসের ছেলে কিশ্মা দাস, বক্ত দাসের ছেলে ভজন দাস (৩০), সেম্বু দাসের ছেলে স্বপন দাস, লক দাসের ছেলে মিন্টু দাস (২৭), সুকোমার নাথের ছেলে স্বজন দেবনাথ (৩২), দেবন্দ্র দাসের ছেলে বিচরণ দাস (২২), নিতাই সূত্রধরের ছেলে শংকর সূত্রধর, সেম্বু দাসের ছেলে কাজল দাস(২০), অখিল দাসের ছেলে অজিত দাস (৩৫), সুরু মনি দাসের ছেলে রতন দাস(৩০), মনিন্ড আর্চায্যর ছেলে রিংকো (২২), ছিনিবাসের ছেলে পরিমল (২৬) ও হিরুলাল দাসের ছেলে জোটন(২৩) সহ আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত ১৬ই সেপ্টেম্বর (সোমবার) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া মামলাসূত্রে জানা যায়, উভয়পক্ষ পূর্ব থেকেই মামলা মোকাদ্দমায় বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন সকালে ফরিদ মিয়ার ছেলে মনির মিয়াকে বাড়ির পাশের জমিতে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে।

এ সময় ছেলেকে বাচাতে গেলে ফরিদ মিয়াকেও পিটিয়ে আহত করে আসামীরা। এ ছাড়াও আসামীরা বাদীর বাড়িতে হামলা করে দুই লক্ষ টাকার ক্ষতিসাধন করে বলে মামলায় উল্লেখ করা হয়।

আরও খবর

Sponsered content