ঢাকা

মুকসুদপুরে ইউপি নির্বাচন উপলক্ষে মনিটরিং টিমের নির্বাচনী আচরণ সংত্রুান্ত অবহিতকরণ সভা

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২১ , ৬:৪০:২১ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

আগামী ২৮ নভেম্বর মুকসুদপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের এজেন্ট ও প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নির্বাচন মনিটরিং টিমের নির্বাচনী আচরণ সংত্রুান্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া, উপজেলা নির্বাচন অফিসার মো. হাচান উদ্দীন, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান।

এ সময় মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। নির্বাচন মনিটরিং টিমের নির্বাচনী আচরণ সংত্রুান্ত অবহিতকরণ সভায় গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করা হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর

Sponsered content

Powered by