প্রতিনিধি ২৫ জুলাই ২০২০ , ৮:১৯:১৩ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য অফিস পরিচালিত বিশেষ অভিযানে ৩৩ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মুল্য ৬ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া বাজার অভিযানে নিষিদ্ধ পোনা মাছ বিক্রী সহ মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযানে ১৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক উপস্থিত ছিলেন।