দেশজুড়ে

বোয়ালমারীতে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা মোটরসাইকেল ভাঙচুর

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৬:৪২:১৬ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা মোটরসাইকেল ভাঙচুর

ফরিদপুরের বোয়ালমারীতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খানের বাড়ি ও অফিসে দূর্বৃত্তরা হামলা চালিয়ে আসবাবপত্র ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা, নাজ ক্যাবল অপারেটরের মালিক আব্দুস সামাদ খানের কর্মচারী তাজিমের সাথে গুনবহা ইউনিয়নের মো. রফিকের সাথে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার জের ধরে গুনবহা ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ হোসেনের ভাই জাহিদ তাঁর লোকজন নিয়ে রাতে হামলা চালায়। এসময় অফিসের ভেতরে ঢুকে দুটি মোটরসাইকেল, সিসি ক্যামেরা, চেয়ার, টেবিল ও অফিসের আসবাবপত্র ভাঙচুর ও ফাইবার ক্যাবলের ক্ষতি করে।

আব্দুস সামাদ খান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমার বাড়ি ও অফিসে হামলা করা হয়েছে। আমার স্ত্রী বাঁধা দিতে আসলে দূর্বৃত্তরা তাকেও পিঠিয়ে যখম করে যায়। 

বোয়ালমারী থানার পরিদর্শক ( ওসি তদন্ত) মো. মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content