রংপুর

উলিপুরে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ৭:০৭:০৮ প্রিন্ট সংস্করণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের থানা মোড়ের ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেন (২৬) কে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

বুধবার সকাল ১১টায় উলিপুর বণিক সমিতির উদ্যোগে পৌর শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বণিক সমিতির সদস্য লক্ষণ সেনগুপ্তের সঞ্চালচনায় বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন মন্ডল দুলু, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কার্যকরি সদস্য স.ম আল মামুন সবুজ, সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ প্রমুখ। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আসামী চিহ্নিত করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে পাওয়া গেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি গ্রেফতারে আন্তরিক চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শনিবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় উলিপুর থানা মোড়ের হেলথ কেয়ার মেডিসিন কর্ণারের মালিক আলমগীর হোসেন পার্শ্ববর্তী গিনি ফার্মেসিতে ঔষধ নিতে গেলে মো. মাসুদ ওরফে মাসুদ রানা (৩৫) পিছন থেকে চাপাতি দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আলমগীরের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে অভিযুক্ত হায়াৎ খাঁ কুড়ার পাড় গ্রামের আসাদ আলীর পুত্র মাসুদ রানাসহ অজ্ঞাতনামীয় ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ৭ তাং- ০৭/০৮/২২ইং।

 

আরও খবর

Sponsered content

Powered by