ঢাকা

শ্রীপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২১ , ২:১৭:০০ প্রিন্ট সংস্করণ

 

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নে চেতনায় মুজিব ঐক্য পরিষদের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অংশ হিসেবে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ কর্মসূচীর আয়োজন করেন।

বুধবার দুপরে উপজেলার তেলীহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল মাঠে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।  আলোচনা সভায় তেলীহাটি ইউনিয়নের যুগ্নু সাধারণ সম্পাদক সোহেল প্রধানের সঞ্চালনায় গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ সদস্য সাখাওয়াত হোসেন খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসানউল্লাহ, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্জ জাহাঙ্গীর সিরাজী, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, শ্রীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুল হাসান বিএ, শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ভাওয়ালগড় আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এমদাদুল হক, গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত , গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জজ, শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রফিক, মাওলানা ইউনিয়ন
যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন, তেলীহাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মানিক সহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে অসহায়, দরিদ্র, দিনমজুর, ইয়াতিম শিশু সহ বিভিন্ন শ্রেণি-পশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরত কামনা করে দোয়া বিশেষ মোনাজাত করা হয়।

Powered by