প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৭:১০:২২ প্রিন্ট সংস্করণ
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষ্যে র্যালী ও পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুদ্দোজা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ শাহাদাত হোসাইন,উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার,পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম,যুগ্ন আহবায়ক সামাদ হোসেন ফকির,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ত্রিদীপ সরকার, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার, শিশু জন্মের পরেই জন্ম নিবন্ধন নিশ্চিত করণ, সঠিক তথ্যে দেশের উন্নয়ন সম্ভব।