চট্টগ্রাম

চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ২

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৪ , ৭:১০:৪৬ প্রিন্ট সংস্করণ

চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম নগরী থেকে ১টি চোরাই সিএনজি অটোরিকশাসহ চুরি করে রাঙ্গুনিয়ায় নিয়ে গিয়ে রফা-দফার প্রাক্কালে ওই গাড়িসহ দুই চোরকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

সোমবার (২৫ মার্চ) থানা সূত্রে নিশ্চিত করা হয় রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই চোর হলেন লাভলু নাথ (৩২) ও মো. ছালেহ আহাম্মদ (৪৩) চুরি হওয়া সিএনজি অটোরিক্সার মালিক মো. ইয়াছিন জানান, তার মালিকীয় ১টি সিএনজি অটোরিক্সা (রেজি. নং-চট্টগ্রাম-থ-১৩-৭৯৭১) গত ২১ মার্চ সকাল ৬টার দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা থেকে অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়।

তখন চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করি। পরে ঐ মামলার প্রেক্ষিতে গুপ্তচরের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৪ মার্চ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন লেচু বাগান এলাকা চোর চক্রের ঐ দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত হতে মামলার ঘটনায় চোরাই যাওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by